Saturday, April 18, 2020

হোম কোয়ারেন্টাইনে English প্রস্তুতি

৪১তম বিসিএস প্রিলি হোম কোয়ারেন্টাইন প্রস্তুতি


★Verb+ing = Present participle
★Verb এর 3rd form = Past Participle
★Having + Verb এর 3rd form = Perfect Participle
★ Particple, Verb ও Adjective এর কাজ করে।
★ Gerund: verb এর সাথে ing যোগ হয়ে যদি Noun এর কাজ করে অর্থাৎ Verb ও Noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে। (Verb + ing= noun = verb + noun)
★ Gerund দ্বারা স্থির অবস্থা বা কাজ বোঝায়।

★ Verbal Noun: Gerund এর পূর্বে The এবং পরে of থাকলে তখন ঐ Gerund টিকে Verbal noun বলে।


★ সাধারণত Noun এর সাথে ly যোগ করলে Adjective হয়ে যায়।

Example :
Friendly, Brotherly, Motherly, Sisterly, Frankly, Cowardly, Manly, Kingly etc.

★ এই সকল Adjective এর পরিবর্তন করে Adverb করার নিয়মঃ In a + ly যুক্ত Adjective + Manner/way.

Example:
Friendly এর Adverb: in a friendly way
আবার,
Cowardly এর Adverb: in a cowardly way.


★ যে সব to এর পর verb + ing হয় তা হলোঃ

With a view to, Look forward to, Object to, Confess to, Addicted to, Accustomed to, Admit to, Prior to, Prefer to, Be used to, Get used to ইত্যাদি এরপর Verb + ing হয়।

Example :
1) I look forward to hearing from you soon.
2) The man is addicted to gambling.
3) He is used to telling a lie.
4) I am looking forward to seeing you.


★ Sometime, some time, sometimes এর ব্যবহারঃ

Sometime - অনির্দিষ্ট সময়/ পূর্বে ছিলো এখন নেই বোঝাতে।

Example : He was sometime teacher of this college.

Some time: কিছু সময়

Example: He became a teacher for some time.

Sometimes- মাঝে মাঝে

Example : Sometimes he comes here.



#ঘড়ির সময় বোঝাতেঃ

★ সময় বাকি থাকা বোঝাতে to বসে।

Example : এখন দশটা বাজতে ১০ মিনিট বাকি। = Now it is 10 to 10.

★ সময় বেশি বোঝাতে past বসে।

Example :
এখন ১০টা ১৫ বাজে।
= Now it is quarter past 10.

★ নির্দিষ্ট / fixed ঘড়ির সময় বোঝাতে at বসে।

Example :
He came here at 5 pm.

★ দ্বারা / অনুসরণ বোঝাতে by ব্যবহার করা হয়।

Example :
What is the time by your watch?


Die/the way of death/pass away এর ব্যবহারঃ

★ রোগে মারা যাওয়া অর্থে Die of বসে।

Example: The man died of malaria.

★দুর্ঘটনায় মারা যাওয়া অর্থে Die by বসে।

Example: He died by an accident.

★ খেয়ে বা না খেয়ে মারা যাওয়া অর্থে Die from বসে।

Example: He died from over eating.

★ দেশের জন্য/ভালো কাজের জন্য মারা গেলে Die for বসে।

Example: He died for country.

★ শান্তিতে মারা যাওয়া অর্থে Die in বসে।

Example: He died in 1971.

★ কাজ করতে করতে মারা যাওয়া অর্থে Die in hearness বসে।

Example: He died in hearness.

★ আত্মহত্যা করে মারা যাওয়া অর্থে Commit suicide বসে।

Example : He committed suicide.


#Pronoun I, You, He এর ব্যবহার।

★ ইংরেজিতে একাধিক pronoun এর ব্যবহার হয় ২৩১ নিয়মে। এর মানে হলোঃ প্রথমে 2nd person তারপর 3rd person এবং শেষে 1st person বসবে।

Example : You, he and I went there.

★ কিন্তু দোষ স্বীকার করলে ১২৩ এভাবে বসে৷

Example : I, you and he are guilty.

★ একাধিক Pronoun যদি and দ্বারা যুক্ত হয় তবে verb plural হয়।


★ ভাষার নামের পূর্বে The বসে না কিন্তু জাতির নামের পূর্বে The বসে।

★ ভাষার নামের পর verb singular হবে আবার জাতির নামের পর verb plural হবে।

Example :
1) The English are a polite nation.
2) English is an international language.


#since ও for এর ব্যবহারঃ

★ Since অর্থ ধরে/ব্যাপ্তি ( Point of time)
অন্যদিকে For অর্থ থেকে/ব্যাপ্তির শুরু ( Duration of time)

★ Perfect continuous tense এ since/for বসে সাধারণত।

★ নির্দিষ্ট দিন, মাস, বছর, সাল ইত্যাদি থাকে বা একটি নির্দিষ্ট Point থেকে শুরু বোঝাতে বাক্যের সময়ের পূর্বে Since বসে।
Since + a point in the time past.

Example :
1) It has been raining since last sunday.
2) He has been reading since morning.
3) He had been ill since 2000

★ ১, ২, ৩, ৪, ৫ ইত্যাদি থাকে বা একটি duration থাকে যার শুরু ও শেষ থাকে সেই সময়ের পূর্বে For বসে।
For + a length of time

Example :
1) It has been raining for 3 days.
2) He has been living here for 2 years.

★ নির্দিষ্ট সময়ের পূর্বে ( Point of time) since এবং অনির্দিষ্ট সময়ের পূর্বে (Period of time) for বসে।


In time ও On time এর ব্যবহারঃ

১) Fixed time/ নির্দিষ্ট সময় বোঝাতে on time বসে।

২) নির্দিষ্ট সময়ের পরে বা পূর্বে বোঝাতে in time বসে।

Example :
1) The train is running on time
2) The train came on time but we arrived in time to get good seats.



Deal in এবং deal with এর ব্যবহারঃ

১) Deal in = ব্যবসা করা

Example : He deals in rice

২) Deal with = আচরণ করা/ব্যবহার করা

Example : He deals well with the customers.

No comments:

Post a Comment